মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০১৬, ০৪:৫৪:৫৮

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়লো মহাকাশ থেকেও

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়লো মহাকাশ থেকেও

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মহাকাশে বসেই ভোট দিলেন নাসার শেন কিমব্রো।  নাসার মার্কিন মহাকাশচারীদের মধ্যে এখন একমাত্র শেনই মহাকাশে রয়েছেন। ১৯ অক্টোবর রাশিয়ার সোয়াজ রকেটে চেপে মহাকাশে পাড়ি দিয়েছেন তিনি। তার সঙ্গে ২ রুশ মহাকাশচারীও রয়েছেন।

তবে শেন কিমব্রো প্রথম নন, এর আগেও বহু মার্কিন গবেষক মহাকাশ থেকে ভোট দিয়েছেন। টেক্সাস প্রদেশের আইন অনুযায়ী, ১৯৯৭ সাল থেকে মার্কিন মহাকাশচারীরা মহাকাশে বসে ভোট দিতে পারেন। মহাকাশে বসে প্রথম ভোট দিয়েছিলেন ডেভিড উলফ। রুশ মহাকাশ স্টেশন মির–এ বসে ভোট দিয়েছিলেন তিনি। হিলারি না ট্রাম্প— কিমব্রো কাকে ভোট দিলেন, জানা যায়নি। আজকাল

৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে