আন্তর্জাতিক ডেস্ক: সিন্ধু চুক্তি নিয়ে এবার ভারতকে সরাসরি হুমকি দিল পাকিস্তান। কড়া ভাষাতে ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান বলেছে, বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় হওয়া সিন্ধু জল চুক্তি বা আইডব্লিউটি লঙ্ঘন করে ‘খোলাখুলি আগ্রাসন’ দেখালে সর্বশক্তি দিয়ে নয়াদিল্লিকে তার জবাব দেওয়া হবে। পাক সিনেটের জল ও বিদ্যুৎ বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে এমনটাই হুঁশিয়ারি দেন জল ও বিদ্যুৎ সচিব ইউনিস দাঘা। তিনি আরও বলেন, একতরফাভাবে জলচুক্তি ভঙ্গ করে আগ্রাসন দেখালে ভারতকে এর জবাব দেওয়া হবে কড়া ভাবেই। পাক সংসদের উচ্চকক্ষে সিনেটর শেরি রহমানের উত্থাপিত মুলতবি প্রস্তাবের বিষয়ে কমিটির বৈঠকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
সম্প্রতি পাকিস্তানের সঙ্গে ক্রমশ পরিস্থিতি জটিল হওয়ার প্রেক্ষাপটে ভারত আইডব্লিউটি চুক্তি ভাঙবে বলে হুমকি দেয়। আর সেই ঘটনার প্রেক্ষাপটে গত ২৭ সেপ্টেম্বর মুলতবি প্রস্তাব উত্থাপন করেন শেরি সাহেব। পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি সিনেটর তার প্রস্তাবে ভারতের পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সম্ভাব্য ফলাফল এবং এই রকম ‘যুদ্ধাবস্থা’ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানতে চান। ভারত চুক্তি লঙ্ঘন করার যে হুমকি দিয়েছেন তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শেরি রহমান।-কলকাতা২৪
৮ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস