আন্তর্জাতিক ডেস্ক : আজ মঙ্গলবার মধ্যরাত থেকেই ভারতে বন্ধ হচ্ছে ৫০০ ও ১০০০ রুপি পুরানো নোট। এরপর ৫০০ ও ১০০০ রুপি দিয়ে কোনও লেনদেন হবে না ভারতে। ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
নরেন্দ্র মোদি তার ট্যুইটার বার্তাও এক ঘোষণার কথা জানিয়ে দেন।
নিয়ন্ত্রণরেখায় পাকিস্তানের বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গল দুপুরে এ নিয়ে তিনি বৈঠকে বসেন ভারতের সেনা, বিমানসেনা ও নৌসেনা প্রধানের সঙ্গে।
বৈঠক শেষে মোদি বলেন, সীমান্তপারে শত্রুরা জাল নোট ছড়াচ্ছে। দেশের অর্থনীতিকে আঘাত করার জন্য এই জাল নোট ছড়ানো হচ্ছে। একই সঙ্গে সন্ত্রাসবাদীরা এত টাকা কোথা থেকে পাচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াই করতে হবে। দেশে কালো টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলেও এ দিন জাতির উদ্দেশ্যে জানান ভারতের প্রধানমন্ত্রী।
৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি