মঙ্গলবার, ০৮ নভেম্বর, ২০১৬, ১১:৪৩:১৫

৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করায় ক্ষুব্ধ মমতা

৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করায় ক্ষুব্ধ মমতা

আন্তর্জাতিক ডেস্ক : বিস্ফোরক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশের উদ্দেশে ভাষণের পরেই ক্ষোভে ফেটে পড়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মধ্যরাত থেকে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল ঘোষণা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভারতের প্রধানমন্ত্রীর এ হেন সিদ্ধান্তের পরেই ক্ষোভে ফেটে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। নিজের টুইটার হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘মোদি সরকার বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করবে বলে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তাতে পুরোদস্তুর ব্যর্থ। নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই এরকম একটা হঠকারী সিদ্ধান্ত নিলো।’

মমতার বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর এ হেন সিদ্ধান্তে বিপদে পড়বে ভারতের সাধারণ মানুষ। ভারতের প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছেন না মমতা ব্যানার্জী।

৮ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে