বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ১২:৫০:৫০

বিজয় ভাষণের জন্য প্রস্তুত হিলারি, হতাশার ছাপ ট্রাম্প শিবিরে

বিজয় ভাষণের জন্য প্রস্তুত হিলারি, হতাশার ছাপ ট্রাম্প শিবিরে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে বিজয়ী হতে যাচ্ছেন সাবেক ফার্স্ট লেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন। নির্বাচনের অগ্রিম ভোট ও শীর্ষস্থানীয় ওপিনিয়ন পুলগুলোর দেয়া সর্বশেষ তথ্য মতে, হিলারির জয়ের সম্ভাবনা ৮৬ শতাংশ।

এদিকে ভোট দেওয়া শুরু হয়ে গেছে দেশটিতে। বিপুল উৎসাহের মধ্য ভোটাররা ভোট দিতে আসছেন ভোট কেন্দ্রগুলোতে। ভোটাররা বলছেন, নির্বাচনের আনুষ্ঠানিকতা এখন বাকি। হিলারির বিজয়ী ভাষণের জন্য প্রস্তুত নিউ ইয়র্কের জ্যাকব জাবিট কনভেনশন সেন্টার। নির্বাচনের ফল আসার সাথে সাথে হাডসন নদীতে একটি ফায়ার ওয়ার্ক করার জন্য নিউ ইয়র্ক কোস্ট গার্ডের অনমুতি চেয়েছে হিলারির নিউ ইয়র্কস্থ ক্যাম্পেইন টিম।

নির্বাচনী শেষ প্রচারণায় অংশ নিয়ে হিলারিকে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বক্তব্য দিতে দেখা যায়। তিনি বলেন, মঙ্গলবার আপনারা আশাবাদী এবং বড় হৃদয়ের আমেরিকার জন্য ভোটাধিকার প্রয়োগ করবেন। এ নির্বাচনের মধ্য দিয়েই আমাদের মৌলিক মূল্যবোধের পরীক্ষা হবে।

এদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেনসেলভেনিয়া, নর্থ ক্যারোলাইনা ও মিশিগানে ব্যস্ত থাকলেও তার বক্তব্যে হতাশার ভাব ফুটে উঠেছে। নিউ ইয়র্ক টাইমস হেড লাইন করেছে ‘কিনটন টেকস সানি অ্যাপ্রোচ এস ট্রাম্প হেজ ডার্ক ওয়ার্নিং’। ট্রাম্পের বক্তব্য শুধুই ছিল সমালোচনায় ভরা।

মার্কিন নির্বাচন নিয়ে বিশ্বের খ্যাতনামা অনলাইন পত্রিকা হাফিংটন পোস্ট পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন ডেমোক্রাট পার্টি মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটন।

ভোটগ্রহণের দিন ‘হাফপোস্ট প্রেসিডেন্সিয়াল ফোরকাস্ট মডেল’ এর নির্বাচনী হিসাব নিকাশে উঠে এসেছে বিষয়টি। এ হিসাব নিকাশে দেখা যাচ্ছে হিলারিরই জয়ের সম্ভাবনা বেশি।

তাদের বিশ্লেষণে বলা হয়েছে, নির্বাচনের সর্বশেষ ট্রেন্ডজ অনুযায়ী এবার হিলারির বিজয় খুবই স্বাভাবিক। তবে ট্রাম্পও উল্লেখযোগ্য ইলেক্টোরাল কলেজ ভোটের সমর্থন পাবেন।

হাফিংটন পোস্টের নির্বাচনী পূর্বাভাসে হিলারি পাচ্ছেন ৩২৩ ইলেক্টোরাল ভোট, আর ট্রাম্প পাবেন ২১৫টি। তাই হিলারির জয়ের পক্ষে ৯৮.২ শতাংশ সম্ভাবনাই দেখছে সংবাদপত্রটি।

৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে