আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে নির্বাচনের প্রাক্কালে বা আগে-পরে সন্ত্রাসী হামলার আশঙ্কায় আটটি রাজ্যে মুসলিম আমেরিকানদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স বলেছে, তারা সপ্তাহান্তে আটটি রাজ্যে এমন জিজ্ঞাসাবাদের কথা শুনতে পেয়েছে। এ সময়ে মুসলিমদের জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা সংস্থা এফবিআই সদস্যরা।
এ আটটি রাজ্য হলো ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, মিশিগান, পেনসিলভ্যানিয়া, কানসাস, ওকলাহোমা, টেক্সাস ও ফ্লোরিডা। সোমবারও এফবিআই নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও টেক্সাসে এমন হামলার আশঙ্কায় অনুসন্ধান চালিয়েছে। গত মাসে ড্রোন হামলায় নিহত হয়েছেন আল কায়েদার এক নেতা। ফলে যুক্তরাষ্ট্রে নির্বাচনকালে যে হামলার হুমকি দেয়া হয়েছে তার সঙ্গে এর যোগসূত্র থাকতে পারে।
সিএআইআরের অ্যাটর্নিরা বলেছেন, লোকজনের কাছে জানতে চাওয়া হয়েছে বিমান হামলায় মারা গেছেন এমন কোনো নেতার সম্পর্কে তারা কেউ কিছু জানেন কিনা। তবে অ্যাটর্নি হাসান শিবলি বলেছেন, সন্দেহজনক কাউকে তারা শনাক্ত করতে পারেননি। এছাড়াও বিভিন্ন চার্চে আগত লোকজনের দিকেও দৃষ্টি রাখা হয়। কারণ, বিদেশ থেকে আসা কোনো অতিথি সেখানে প্রবেশ করেও হামলা চালাতে পারে। এসব খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।
এতে বলা হয়েছে, হাসান শিবলি বলেছেন, তাকে এফবিআই এজেন্টরা ৬টি কল দিয়েছিল এ সপ্তাহান্তে। এ সময় তার মক্কেলকে আটটি প্রশ্ন করা হয়েছে। তার মধ্যে বেশিরভাগই আল কায়েদা সম্পর্কিত। রিপোর্টে বলা হয়েছে, গত ২রা অক্টোবর মার্কিন এক ড্রোন হামলায় নিহত হয়েছেন আল কায়েদার নেতা ফারুক আল কাতানি। এ জন্য গত সপ্তাহে নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও টেক্সাসে হামলার বড় ধরনের হুমকি আছে বলে সতর্কতা দেয় এফবিআই।
তবে এসব নিয়ে যাদের সন্দেহ করা হয়েছে তাদের সঙ্গে কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। যাদের বিরুদ্ধে তথ্য তালাশ করতে বলা হয়েছিল তাদের নাম ও কি প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তা পাঠিয়ে দেয়া হয়েছিল এফবিআই সদর দপ্তর থেকে। এমজমিন
৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি