বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ০১:৩২:৩৯

ট্রাম্পই শেষ হাসি হাসবেন: ভবিষ্যৎবাণী

ট্রাম্পই শেষ হাসি হাসবেন: ভবিষ্যৎবাণী

আন্তর্জাতিক ডেস্ক : চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট গ্রহন। গোটা বিশ্বের নজর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। হিলারি ক্লিনটন বনাম ডোনাল্ড ট্রাম্পের লড়াইয়ে কে জয়ী হবেন সারা বিশ্ব এখন তারই অপেক্ষায়।

তবে চাণক্য দাবি করেছেন, শেষ হাসি হাসবেন ট্রাম্প-‌ই। এই চাণক্য অবশ্য কোনও রাজনৈতিক বিশেষজ্ঞ নন। অ্যাকুরিয়ামে বন্দি ছোট্ট একটি মাছের নামই হল চাণক্য। চাণক্যের মালিকের দাবি, ভবিষ্যৎ গণনা করার আশ্চর্য ক্ষমতা রয়েছে তার।

মঙ্গলবার ভারতের চেন্নাইয়ে একটি স্বাস্থ্যবিষয়ক প্রদর্শনীতে আনা হয়েছিল চাণক্যকে। সেখানে ট্রাম্পকেই বেছে নিয়েছে চাণক্য। গত ফুটবল বিশ্বকাপে আটটি ম্যাচের আগে ফলাফল নির্ভুলভাবে ঘোষণা করেছিল চাণক্য। ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনাল পর্যন্ত সবকটি ম্যাচের ভবিষ্যৎও বলে দিয়েছিল সে। তবে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের ভবিষ্যৎ সঠিকভাবে বলতে পারেনি চাণক্য। ‌

৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে