আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কের ম্যানহাটনে ভোট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। ।
নিউইয়র্ক টাইমসের এক খবরে বলা হয়, কালো কোর্ট এবং নীল টাই পরে স্ত্রী মেলানিয়া এবং কন্যা ইভানকাকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে যান ট্রাম্প। এসময় তাকে অনেকটা আত্মবিশ্বাসী ও হাস্যোজ্জ্বল রূপে দেখা গেছে।
এসময় নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টার তার কাছে অনুভূতির কথা জানতে চাইলে, একটু বাঁকা হাসি দিয়ে এক সেকেন্ড পর উত্তর দেন, 'অসাধারণ'।
এর আগে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে সাথে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। ক্লিনটন দম্পতি নিউইয়র্কে তাদের বাড়ি চাপ্পাকুয়ার নিকটে একটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সর্বশেষ সব জরিপে এগিয়ে ডেমোক্রেট দলের প্রার্থী। বার্তা সংস্থা রয়টার্সের স্টেট অব দ্য নেশন জরিপানুযায়ী প্রথম নারী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট হিলারির জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ দেখানো হয়েছে। দিন শেষে জানা যাবে কে হচ্ছেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট।
৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি