আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন নির্বাচনে রিপাবলিকান মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে।
ভোটের দিন (মঙ্গলবার) নিজের ব্যালট পেপারের ছবি তুলে তা বিশ্ববাসীকে জানাতে টুইটারে পোস্ট দেওয়ার মাধ্যমে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেন তিনি।
এরিকের টুইটে লেখা ছিল: আমার পিতাকে ভোট দেওয়াটা ছিল ভীষণ সম্মানের কাজ। তিনি যুক্তরাষ্ট্রের জন্য অসাধারণ কাজ করবেন।
এ ধরনের আচরণবিধি ভঙের কারণে সর্বোচ্চ এক হাজার ডলার জরিমানা ও এক বছর জেলের বিধান রয়েছে বলে জানিয়েছে নিউইয়র্ক ম্যাগাজিন।
বিষয়টি দ্রুত সামাজিক মাধ্যমে বির্তকের জন্ম দিলে পরবর্তীতে তা সরিয়ে (ডিলেটি) নেন এরিক ট্রাম্প।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে ভোট কেন্দ্রের ছবি তোলা নিষিদ্ধ। নিউ ইয়র্কেও একই নিষেধাজ্ঞা বজায় রয়েছে।
৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি