বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ০২:১৯:৫০

ধসে পড়ল জাপানের পাঁচ লেনের ব্যস্ত রাস্তা

ধসে পড়ল জাপানের পাঁচ লেনের ব্যস্ত রাস্তা

আন্তর্জাতিক ডেস্ক: বিরাট ধসে অবলুপ্ত হল জাপানের ব্যস্ত শহরের ৫ লেনের একটি রাস্তার একাংশ। মঙ্গলবার ফুকুওকা শহরে ৬৬ ফিট বাই ১৫-এর বিশাল সেই গর্ত ধসিয়ে দিয়েছে আশপাশের বহুতলের বেশ কয়েকটি থাম। উদ্ভূত পরিস্থিতিতে ফের ধসের আশঙ্কা প্রবল।

টিভি ফুটেজে দেখা গেছে, জাপানের কিউসি দ্বীপের সবচেয়ে বড় শহর ফুকুওকার হাকাতা স্টেশনের কাছে ২টি বড় গর্ত ট্রাফিক জাংশনের একটি রাস্তার পিচ ও মাটি গিলে খেতে খেতে ক্রমে বড় আকার ধারণ করেছে। এই ভয়ানক ঘটনা চাক্ষুস করার পর রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম NHK-কে এক যুবক বলেছেন, ‘চারপাশ অন্ধকার ছিল। আমার প্রথম ভাবনা এটাই আসে যে, রাস্তাটা কি পড়ে যাচ্ছে? রাস্তা ধসে যাওয়ায় একটা ট্রাফিক লাইট যখন আমার পায়ের কাছে এসে পড়ল, তখন আমি সবচেয়ে ভয় পেয়ে যাই। বুঝতে পারি, এখান থেকে আমারে বের হতে হবে।’

ক্রমেই বড় হতে থাকে ফাটল। দিন গড়াতেই সেটি ২ তলা বিল্ডিং-এর সমান গভীর হয়ে যায়। আর ভাঙা পাইপের পানি তখন গর্ত ঢুকে যায়। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ফের ধসের আশঙ্কায় খালি করে দেওয়া হয়েছে আশপাশের বহুতল। ফুকুওকার পরিবহন দপ্তরের অনুমান, কাছের একটি সাবওয়ে সম্প্রসারণের কাজ চলার জন্য এই প্রবল ধস হয়ে থাকতে পারে। এই ঘটনার হতাহতের কোনো খবর নেই।-এই সময়

০৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে