আন্তর্জাতিক ডেস্ক : হিলারি ক্লিনটনের জয় দিয়ে শুরু হয়েছে ৫৮তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম প্রহর। নিউ হ্যাম্পশায়ার রাজ্যের সেই ক্ষুদে শহর ডিক্সভিল নচে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে দিগুণ ভোটে জয় পেয়েছেন হিলারি। কানাডা সীমান্ত থেকে মাত্র ২০ কিলোমিটার দূরবর্তী শহর ডিক্সভিল নচে ভোটার মাত্র নয়জন।
এর মধ্যে ২ জন নারী, ৭ জন পুরুষ। হিলারি পেয়েছেন ৪ ভোট। ট্রাম্প পেয়েছেন ২ ভোট। লিবার্টারিয়ান পার্টির প্রার্থী গ্যারি জনসন পেয়েছেন ১ ভোট। বাকি একটি ভোট পড়েছে গতবারের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির পক্ষে। ব্যালটের ওপর তার নাম লিখে জমা দেয়া হয়েছে। তবে এবারের নির্বাচনে তিনি প্রার্থী না হওয়ায় এ ভোটটি বাতিল বলে গণ্য হয়েছে। খবর ইউএসএ টুডের।
এদিকে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৮টায় স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে সাথে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। ক্লিনটন দম্পতি নিউইয়র্কে তাদের বাড়ি চাপ্পাকুয়ার নিকটে একটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সর্বশেষ সব জরিপে এগিয়ে ডেমোক্রেট দলের প্রার্থী। বার্তা সংস্থা রয়টার্সের স্টেট অব দ্য নেশন জরিপানুযায়ী প্রথম নারী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট হিলারির জয়ের সম্ভাবনা ৯০ শতাংশ দেখানো হয়েছে। দিন শেষে জানা যাবে কে হচ্ছেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্ট।
৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি