বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ০৪:২৫:১৫

ট্রাম্প-মেলানিয়ার ভোট দেওয়ার ছবি নিয়ে তোলপাড়!

ট্রাম্প-মেলানিয়ার ভোট দেওয়ার ছবি নিয়ে তোলপাড়!

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে স্থানীয় সময় মঙ্গলবার সকালে ম্যানহাটনের একটি কেন্দ্রে ভোট নিজের ভোট দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ভোট দেওয়ার সময় ট্রাম্পের সঙ্গে ছিলেন স্ত্রী মেলানিয়া ও মেয়ে ইভাঙ্কা। তাঁরাও একই কেন্দ্রে ভোট দেন। মেলানিয়া ও ট্রাম্প দম্পতির ভোট দেওয়ার ছবি টুইটারে, ফেসবুকে ভাইরাল হয়েছে। কারণ হলো ট্রাম্পের তাকানোর ভঙ্গি।

দ্য ইন্ডিপেনডেন্ট ও বিজনেস ইনসাইডারের খবর থেকে জানা গেছে, মেলানিয়া ও ট্রাম্প দম্পতি ট্রাম্প টাওয়ার কাছাকাছি একটি পাবলিক স্কুলের ভোটকেন্দ্রে ভোট দেন। ট্রাম্পের পাশের বুথে ভোট দেন মেলানিয়া। মেলানিয়া যখন ভোট দিচ্ছিলেন তখন ট্রাম্প স্ত্রীর দিকে তাকান। এটা স্বাভাবিক ব্যাপার।

কিন্তু ট্রাম্প এমনভাবে মেলানিয়ার ব্যালটের দিকে তাকাচ্ছিলেন, তা দেখে মনে হতে পারে, ‘ভোট আমাকেই দিচ্ছেন তো’?। ট্রাম্প অবশ্যই কি দেখছিলেন তা আসলে স্পষ্ট নয়। কারণ ট্রাম্প এই ছবি নিয়ে কিছু বলেননি। তবে ওই ছবি​ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নানানজন নানান মন্তব্য করে নিজের দিচ্ছেন।

একজনের মন্তব্য ‘এই ছবিই সব বলে দিচ্ছে।’ অপরজনের একটু ঠেস দিয়ে মন্তব্য করেছেন, হেলে দেখার ব্যাপারে আলাদা কিছু​ই মনে হতে পারে। অপর একজন বলেছেন, দেখুন ‘আস্থা’। একজন টুইটারে ট্রাম্প ও তার ছেলেও একটি ছবি পাশাপাশি দিয়েছেন। ওই ছবিতে দেখা যাচ্ছে ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পও ভোট দেওয়ার সময় স্ত্রীর ব্যালটের দিকে তাকাচ্ছেন।-প্রথম আলো

০৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে