বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ০৫:২১:৪৪

মার্কিন নির্বাচন: আগে ভোট, পরে সন্তান প্রসব

মার্কিন নির্বাচন: আগে ভোট, পরে সন্তান প্রসব

আন্তর্জাতিক ডেস্ক: চার দিন আগে (শুক্রবার) প্রসব বেদনা উঠে যায় সোশা অ্যাডেলস্টাইনের। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল তাকে। কিন্তু পথে অপ্রত্যাশিত যাত্রাবিরতি করলেন তিনি। কলোরাডোর বোল্ডার কাউন্টি ক্লার্ক ও রেকর্ডারের কার্যালয়ে। ভোটটা দিয়ে তারপরই লেবার রুমে যেতে চান সোশা। দ্রুত সেখানে গিয়ে নিজের ভোটটা দিলেন।

পরক্ষণেই বুঝলেন, আর দেরি করার উপায় নেই। হাসপাতালে যেতে হবে। সোশার সঙ্গে ছিলেন তার জীবনসঙ্গি ম্যাক্স ব্র্যান্ডেল। তিনিও স্ত্রীর সঙ্গে আগাম ভোটটা দিয়ে দিলেন। এরপর স্ত্রীকে হাসপাতালে নিয়ে ছুঁটলেন দ্রুত। বেরিয়ে যাওয়ার পথে পোলিং স্টেশনে উপস্থিত গণমাধ্যম কর্মীরা ওই দম্পতিকে ঘিরে ধরেন।

সেখানে ম্যাক্স জানান, তারা দু’জনই হিলারীকে ভোট দিয়েছেন। সিএনএন এর খবরে বলা হয়েছে হাসপাতালে পৌঁছার পরপরই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন সোশা। যার নাম রাখা হয়েছে বেলা রোজ। সিএনএন-এর টুইট বার্তায় ওই নবজাতকের ছবিও প্রকাশ করা হয়েছে। যার ক্যাপশনে লেখা হয়েছে ‘কোন অজুহাত নেই: কলোরাডোর সন্তান সম্ভাবা নারী তার প্রথম কন্যা সন্তান জন্ম দিতে যাওয়ার পথে ভোট দিয়ে গেছেন।’

প্রসব বেদনা ওঠার পরও তিনি সবার আগে ভোট দেয়াকে গুরুত্ব দিয়েছেন। সিএনএন প্রতিবেদনের শুরুতে লেখা হয়েছে, অনেক মার্কিনির মত ছোট্ট শিশু বেলা রোজেরও যেন ২০১৬’র ঐতিহাসিক নির্বাচনের জন্য তর সহছিল না। চিকিৎসকরা আভাস দিয়েছিলেন ভোটের দিনেই প্রথম সন্তানের মা হবেন অ্যাডেলস্টেইন। কিন্তু, ভোটের চারদিন আগেই পৃথিবীতে এলেন রোজ।-এমজমিন

০৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে