বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ০৬:৫৭:৪০

২টিতে ট্রাম্প, ১টিতে হিলারি জয়ী

২টিতে ট্রাম্প, ১টিতে হিলারি জয়ী

আন্তর্জাতিক ডেস্ক: হিলারি ক্লিনটন না ডোনাল্ড ট্রাম্প-এই সিদ্ধান্ত দিতে ভোট দিয়েছেন মার্কিন জনগণ। বিভিন্ন সংস্থার জরিপে বলা হয়েছে প্রায় ৫৪ শতাংশ ভোট পড়েছে। এখন চলছে গণনা। বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ১০টা নাগাদ জানা যাবে কে হবেন যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট।

বার্তা সংস্থা সিএনএন ও গার্ডিয়ান জানিয়েছে, কেনটাকি ও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে জয় পেতে চলেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। হিলারি ক্লিনটন জয় পাবেন ভারমন্টে। শুরুতেই এগিয়ে মনোনয়ন পাওয়ার পর থেকেই নানান মন্তব্য করে সমালোচনার জন্ম দেওয়া ট্রাম্প।

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে ১১টি ও কেনটাকিতে ৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। ফলে এ দুটি অঙ্গরাজ্যের সবগুলো ইলেকটোরাল ভোট পেলেন ট্রাম্প। দুই অঙ্গরাজ্য মিলিয়ে ট্রাম্পের এখন পর্যন্ত ১৯ ইলেকটোরাল ভোট পেলেন। প্রেসিডেন্ট হতে হলে ৫৩৮টি ইলেকটোরাল কলেজের মধ্যে ২৭০টি পেতে হবে।

ইন্ডিয়ানাতে জয়ের পর ট্রাম্পের রানিং মেট ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মাইক পেন্স টুইটারে ভোটারদের অভিনন্দন জানিয়েছেন। ভারমন্টে তিনটি ইলেকটোরাল ভোট পেয়েছেন। এর আগে গুয়াম দ্বীপে জয়ী হন হিলারি। তবে গুয়ামে কোনো ইলেকটোরাল ভোট নেই।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতি ও প্রক্রিয়া এমন যে সারা দেশে সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থনও বিজয়ের নিশ্চয়তা দেয় না। জিততে হলে একজন প্রার্থীকে সংগ্রহ করতে হয় ‘ইলেকটোরাল কলেজ’ ভোট, যার মোট সংখ্যা ৫৩৮ টি।

দুটি অঙ্গরাজ্য ছাড়া বাকি অঙ্গরাজ্যগুলোতে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রার্থীরা সেই ইলেকটোরাল কলেজ ভোটে বিজয়ী হন, আর তার মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোট অর্থাৎ ২৭০টি পেলেই একজন প্রার্থী নির্বাচিত হতে পারেন।-প্রথম আলো

০৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে