বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ০৭:২৮:২৮

ভোটের ফল আসা শুরু, এখন পর্যন্ত এগিয়ে ট্রাম্প

ভোটের ফল আসা শুরু, এখন পর্যন্ত এগিয়ে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ভোটের ফল আসা শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্টাকি, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া ও ভারমন্ট অঙ্গরাজ্যে সম্ভাব্য বিজয়ীর নাম ঘোষণা করেছে মার্কিন গণমাধ্যমগুলো।

খবরে বলা হচ্ছে, রিপাবলিকান অধ্যূষিত কেন্টাকি, ইন্ডিয়ানা ও ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন দলটির প্রার্থী ডনাল্ড ট্রাম্প। আর ডেমোক্রেটিক সিনেটর বার্নি স্যান্ডার্সের অঙ্গরাজ্য ভারমন্টে জয়ী হয়েছেন হিলারি ক্লিনটন।

প্রেসিডেন্ট হতে প্রয়োজনীয় ২৭০ ইলেক্টোরাল ভোটের দৌড়ে সর্বশেষ ট্রাম্প পেয়েছেন ২৪ ইলোক্টোরাল। আর হিলারি পেয়েছেন ৩ ইলেক্টোরাল ভোট।  

০৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে