আন্তর্জাতিক ডেস্ক: ক্যালিফোর্নিয়ার আজুসা এলাকার দুটি ভোটকেন্দ্রের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। লস অ্যাঞ্জেলস কাউন্টির ফায়ার ইন্সপেক্টর গুস্তাভো মেডিনা জানিয়েছেন, হাসপাতালে নেয়ার পর ওই ব্যক্তির মৃত্যু হয়। এ খবর দিয়েছে সিএনএন।
আজুসা পুলিশ টুইটারে জানায়, স্থানীয় সময় দুপুর ২টার সময় তারা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ সদস্যদের লক্ষ্য করেও গুলি ছোড়া হয়। জবাবে তারাও পাল্টা গুলি ছোড়েন।
কর্তৃপক্ষ বলছে, গোলাগুলির ঘটনা নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফের কার্যালয়ের হেলিকপ্টারে করে গুলিতে আহত দুই ভুক্তোভোগীকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়।
০৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/সবুজ/এসএ