বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ০৮:৫৪:১১

নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাম্পের মামলা

আন্তর্জাতিক ডেস্ক : অতিরিক্ত দুই ঘন্টা ধরে আগাম ভোট গ্রহণ করায় নেভাদা অঙ্গরাজ্যের নির্বাচনী কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের শিবির।

কিছু অগ্রীম ভোটদাতা দেখেছিলেন যে, কিছু বন্ধ হওয়ার নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পরেও খোলা ছিল কিছু ভোটকেন্দ্র। এ নিয়ে বিবাদকে কেন্দ্র করে অবশেষে মামলা করতে যাচ্ছে ট্রাম্প শিবির।

আগাম ভোট দিতে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ কাজ করায় এমনটা ঘটতে পারে বলে জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট। বিশেষ করে লাতিনো ভোটাররা ভোট দিতে বেশি আগ্রহী ছিল। ফলে নির্ধারিত সময়ের পরেও ভোটারদের দীর্ঘ সারি শেষ হয়নি।

এ মামলায় ট্রাম্প শিবির সফল হলে, নেভাদার ফলাফলে দুই প্রার্থী খুবই কাছাকাছি থাকলে ওই আগাম ভোটগুলো প্রত্যাহার করাও হতে পারে। এর ফলে হাজার হাজার ভোট অগৃহীত থেকে যাবে। আর এ কারণেও নির্বাচন ঘুরে যেতে পারে।

তবে বিদ্যমান নির্বাচনী আইন অনুযায়ী, লাইনে দাঁড়িয়ে থাকা যে কাউকে অবশ্যই ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। এমনকি নির্ধারিত সময় অতিক্রম করলেও ওই ভোটারদের ভোট দেওয়ার সুযোগ থাকতে হবে।
০৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে