আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে নিযুক্ত আরো তিন কূটনীতিককে দেশে ফিরিয়ে নিল ভারত। পাকিস্তানের ভেতরে এসব ব্যক্তি কূটনীতির আড়ালে গুপ্তচরবৃত্তি ও ধ্বংসাত্মক তৎপরতায় লিপ্ত ছিলেন বলে ইসলামাবাদ অভিযোগ তোলার পর নয়াদিল্লি তাদেরকে ফেরত নেয়।
একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র বলেছে, অভিযুক্ত আট জনের মধ্যে তিনজনকে ফেরত নেয়া হয়েছে এবং বাকি পাঁচজনকেও ফেরত নেয়া হবে।
গত সপ্তাহে ভারতের এসব ব্যক্তিকে কূটনীতির আড়ালে গুপ্তচরবৃত্তি ও সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টিসহ দেশের ভেতরে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত করে পাকিস্তান।
এক্সপ্রেস ট্রিবিউন পাকিস্তান সরকারের দলিল ও প্রমাণাদি তুলে ধরে বলেছিল- আট কূটনীতিক ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এবং ইনটেলিজেন্স ব্যুরো বা আইবি’র হয়ে কাজ করছিলেন।
ভারতে নিযুক্ত পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তা মেহমুদ আখতারকে গোয়েন্দাগিরির অভিযোগে আটক ও জিজ্ঞাসাবাদের পর পাকিস্তান একই পথ অনুসরণ করে। এরইমধ্যে দু দেশ পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার করেছে।
০৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম