আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমসের কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ বলছেন, নিউইয়র্কের পত্রিকাটি হিসেব কষে বের করেছে, ডোনাল্ড ট্রাম্পের জয়ের সম্ভাবনা ৫৩%।
অন্যদিকে বিবিসির জেমস কুক টুইটারে লিখেছেন, "মনে আছে কয়েক সপ্তাহ আগের কথা, যখন সবাই বলছিল হিলারি ল্যান্ডস্লাইড জয় পাবেন? ভালো কথা, সেটি এখনই কিন্তু হচ্ছে না।"
কোনও কোনও বিশ্লেষক বলেছিলেন, হিলারি ক্লিনটন যদি ফ্লোরিডার মত গুরুত্বপূর্ণ রাজ্যে জয় পান, তাহলে যুক্তরাষ্ট্রে সকাল হবার অনেক আগেই হয়তো তাঁর জয় নিশ্চিত হয়ে যাবে।
কিন্তু এখন দেখা যাচ্ছে ট্রাম্প সামান্য এগিয়ে আছেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাজ্য জর্জিয়ার খবর এখনও জানা যাচ্ছে না।
ফলে মনে হচ্ছে একজন বিজয়ী পেতে বহু সময় লেগে যাবে। সকাল হবার আগে সেটা নাও হতে পারে।
এদিকে চীনের সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক খবরে বলা হয়েছে "মি: ট্রাম্প প্রেসিডেন্ট হলে চীনের জন্য ভালো হবে" উল্লেখ্য চীনে ডোনাল্ড ট্রাম্পের একটি ভক্তগোষ্ঠীও রয়েছে।
ধারণা করা হচ্ছে নিউ মেক্সিকোতে জয় পাবেন হিলারি। অন্যদিকে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ওহাইওতে জয় পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প এমন ধারণাও দিচ্ছে এবিসি নিউজ।
এবিসি নিউজের জরিপ অনুযায়ী মন্টানার তিনটি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমাঞ্চলীয় এই অঙ্গরাজ্যটি ১৯৬৮ সাল থেকেই রিপাবলিকানদের নিরাপদ ঘাঁটি। তবে ১৯৯২ সালে ডেমোক্র্যাট প্রার্থী বিল ক্লিনটন এটিকে হাতিয়ে নিয়েছিলেন।
এখনও অনেক অঙ্গরাজ্যের ফল আসা বাকি।
পুরো ফল আশা করা হচ্ছে আমেরিকার পশ্চিম উপকূলে ভোটগ্রহণ স্থানীয় সময় মধ্যরাতে শেষ হবার পর।-বিবিসি
৯ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর