আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শেষ। এখন ফলাফল ঘোষণা চলছে। ভোটের রাত থেকে স্বাভাবিকভাবেই বেশ উদ্বেগে কাটছে দুই প্রার্থীর।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ২৪৪টি পেয়ে এগিয়ে রয়েছেন। হিলারি ক্লিনটন পেয়েছেন ইলেক্ট্রোরাল ২০৯টি ভোট।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ২৪৪টিতে জয় পেয়েছেন। হিলারি ক্লিনটন পেয়েছেন ২০৯টি।
ডোনাল ট্রাম্প এগিয়ে থাকায় হিলারি শিবিরে দুশ্চিন্তা বাড়ছে। বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউজে যেতে হলে হিলারি ক্লিনটনকে এখন পেনসিলভানিয়া, মিশিগান এবং উইসকনসিনে জিততেই হবে।
নর্ম অর্নেস্টেইন বলেছেন, তার এখন জয়ের জন্য একটি মোটে পথ খোলা। আর ট্রাম্পের জন্য খোলা বহু পথ।
এখন হিলারির সময় কেমন যাচ্ছে তা নিয়ে লিখেছে এবিসি নিউজ। তারা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় হিলারি ক্লিনটন ম্যানহাটনের পেনিনসুলা হোটেলে উপস্থিত হন। সেখানেই বসেই তিনি দেখছেন ভোটের ফলাফল। সঙ্গে আছেন তার স্বামী ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, মেয়ে চেলসিয়া, মেয়ের স্বামী মার্ক, নাতি-নাতনি চার্লট ও আইদান।
তার সঙ্গে আরও আছেন, জেনিফার পালমিয়েরি, হুমা আবেদী, নিক মেরিল, ফিলিপ রেইনস। ডেমোক্রেট এ প্রার্থী তার বক্তব্য তৈরি নিয়েও ব্যস্ত সময় পার করছেন। তিনি দুটি বক্তৃতা তৈরি করছেন। একটা তিনি হারলে দেবেন, অন্যটি জিতলে। তবে ইলেক্টরাল ভোট বলছে, হিলারির জেতার সম্ভাবনা খুব ক্ষীণ।
০৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম