আন্তর্জাতিক ডেস্ক : ঐতিহাসিকভাবে ব্যাটল-গ্রাউন্ড নেভাদা রাজ্যটি রিপাবলিকানদের। কিন্তু সাম্প্রতিক জনমিতিক পরিবর্তন এই রাজ্যটিকে পরিণত করেছে একটি ব্যাটল-গ্রাউন্ডে।
গত নয়টি নির্বাচনেই বিজয়ী প্রেসিডেন্টরা অধিকাংশ ক্ষেত্রেই এই রাজ্যটিতে জয় পেয়েছেন।
প্রতিপক্ষ হিলারি ক্লিনটনের চাইতে বেশী সংখ্যক ব্যাটল-গ্রাউন্ড স্টেটে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ফ্লোরিডা, ওহাইও এবং নর্থ ক্যারোলিনা ডোনাল্ড ট্রাম্পের। প্রেসিডেন্ট হতে দরকার আর মোটে ২৬টি ইলেক্টোরাল ভোট।
ভার্জিনিয়ায় ক্লিনটন জিতবেন বলে ভবিষ্যদ্বাণী।
পেনসিলভানিয়া ও মিশিগান-সহ আরো কয়েকটি ব্যাটল-গ্রাউন্ডে এখনো হাড্ডাহাড্ডি লড়াই চলছে, ফলে এখনো এগুলোর ফলাফল আন্দাজ করা যাচ্ছে না।
ভোটের সম্ভাব্য ফলাফল বৈশ্বিক মুদ্রা বাজারকে অস্থিতিশীল করে ফেলেছে।
এবিসি নিউজের ভবিষ্যদ্বাণী: উটাহ্, আলাবামা, কেন্টাকি, সাউথ ক্যারোলিনা, নেব্রাস্কা, ইন্ডিয়ানা, ওয়েস্ট ভার্জিনিয়া, মিসিসিপি, টেনেসি, ওকলাহোমা, নর্থ ডেকোটা, সাউথ ডেকোটা এবং টেক্সাসে জয় পাবেন ট্রাম্প।
হিলারি ক্লিনটন জিতবেন যেসব রাজ্যে: ক্যালিফোর্নিয়া, অরিগন, নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ম্যারিল্যান্ড, ভারমন্ট, ডেলাওয়ারে, ইলিনয়, রোড আইল্যান্ড, হাওয়াই, ওয়াশিংটন, নিউ মেক্সিকো, কলোরাডো এবং ওয়াশিংটন ডিসি। -বিবিসি।
০৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম