আন্তর্জাতিক ডেস্ক: কিছু বিষয় আগে থেকেই বোঝা যায়। যেমনটা বোঝা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। সবারই বিশ্বাস ছিল হিলারি ক্লিনটনই জিতবেন। কারণ, হিলারির সমর্থকের সংখ্যাই ছিল বেশি। ধারণা করা হয়, যারা হিলারিকে পছন্দ করেন না তারাও ভোট দেবেন হিলারিকে। কারণ, বিতর্কিত বক্তব্য নিয়ে শুধু আমেরিকাই নয়, বিশ্ববাসীর ঘৃণা কুড়িয়েছেন ট্রাম্প।
বিবিসি ও ওয়াশিংটন পোস্টে প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ২৪৪টি এবং হিলারি ২১৫টিতে জয় পেয়েছেন। ফলে, ট্রাম্প অনেকটাই জয়ের দ্বারপ্রান্তে।
কিন্তু মার্কিন নির্বাচন নিয়ে এই বোঝাটা ভুল ছিল। এখন নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। তাতে বেশি বড়সড় ব্যবধানেই এগিয়ে আছেন ট্রাম্প। তাই হিলারির পাড় সমর্থকরা হতাশায়-ক্ষোভে কান্নায় ভেঙে পড়েছেন।
৯ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর