আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের টপ নিউজ এখন হিলারি-ট্রাম্পের ভোটযুদ্ধ। এ নিয়ে ভিডিও বার্তায় তথ্য দিয়েছেন ওবামা। কি হবে জানি না, তবে যাই হোক সকালে সূর্য উঠবেই’- নির্বাচনের দিন মার্কিনিদের প্রতি টুইটারে পোস্ট করা এক ভিডিও বার্তায় একথা বললেন দুই মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট থাকা বারাক ওবামা।
নির্বাচনী প্রচারণা পর্বে নিজের উত্তরসূরি হিসেবে শুরু থেকেই হিলারির প্রচারণায় নেমেছিলেন ওবামা। বেশ কয়েকটি প্রচারণা সভায় হিলারির পক্ষে জোর আওয়াজ তোলেন তিনি।
সর্বশেষ নির্বাচনী প্রচারণাতেই মার্কিন ভোটারদের উদ্দেশে ওবামা বলেছিলেন, ‘আমাকে আরেকবার বিশ্বাস করে দেখুন। আমি হিলারিকে নিয়ে বাজি ধরতে পারি।’
এর আগে তিনি দুই মেয়াদে তার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে হিলারির অনেক অবদান রয়েছে বলে উল্লেখ করেন। ওবামার পাশাপাশি তার স্ত্রী মিশেল ওবামাও হিলারির পক্ষে প্রচারণায় নেমেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে হিলারিকে সমর্থন জানিয়ে ভিডিও পোস্ট করেছেন।
৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর