বুধবার, ০৯ নভেম্বর, ২০১৬, ০১:৩০:১৯

বিজয়ের ঘোষণা দিলো ট্রাম্প শিবির

বিজয়ের ঘোষণা দিলো ট্রাম্প শিবির

নিউজ ডেস্ক: ইদাহোতে ট্রাম্পের নির্বাচনি প্রচারণার পরিচালক লেইন ব্যাঙ্গার্টার এপি-কে বলেছেন, ‘আমরা অতিরঞ্জিত আত্মবিশ্বাসী নই। তবে আমরা সেই ঘোষণা দিচ্ছি। ফ্লোরিডায় আমরা জিতেছি, নর্থ ক্যারোলিনাতেও, আমরা জিততে যাচ্ছি।’

‘তিনি (ট্রাম্প) ওহাইওতেও জিতেছেন। এটাই আমাদের দরকার ছিল। নিউ মেক্সিকোতেও তিনি সম্ভবত জিততে যাচ্ছেন। তবে আজ রাতে আরও অনেক কিছুই হতে পারে। আমরা ভার্জিনিয়ার মতো অঙ্গরাজ্যেও জয়ী হয়েছি। আমি পরিষ্কারভাবে বলছি, সব শেষ। জনগণের কণ্ঠ জেগে উঠেছে।’

ফ্লোরিডার মতো দোদুল্যমান অঙ্গরাজ্যে জয় পাওয়াটা ছিল ট্রাম্পের জন্য নির্বাচনি লড়াইয়ে টিকে থাকার পূর্বশর্ত। কিন্তু তিনি পরে ওহাইও, নর্থ ক্যারোলিনা এবং পেনসিলভ্যানিয়ায় জয় পাওয়াতে হিলারি ক্রমেই কোণঠাসা হয়ে পড়েন। এখন ট্রাম্পের ইলেক্টোরাল ভোট রয়েছে ২৬৪টি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ইলেক্টোরাল কলেজ আনুষ্ঠানিক কর্তৃপক্ষ হিসেবে ভূমিকা পালন করে। কোন প্রার্থী কত বেশি ভোট পেলেন তার চেয়ে জরুরি হলো কে কতটা ইলেক্টোরাল ভোট পেলেন তা। ৫৩৮ জন ইলেক্টরের সমন্বয়ে ইলেক্টোরাল কলেজ গঠিত। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে প্রার্থীকে এর মধ্যে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়। এক এক স্টেটে ইলেক্টরের সংখ্যা এক এক রকম। নির্বাচনের দিন মার্কিনিরা যখন ভোট দেন তখন তারা মূলত প্রার্থীদের ইলেক্টরদেরকে বাছাই করেন। দুটি ছাড়া বাকি ৪৮টি অঙ্গরাজ্যে ‘উইনার-টেক-অল’ সিস্টেম চালু রয়েছে। এর আওতায় জয়ী প্রার্থীকে ওই অঙ্গরাজ্যের সব ইলেক্টর দিয়ে দেওয়া হয়। তবে নেবরাস্কা ও মেইন অঙ্গরাজ্য দুটি এক্ষেত্রে আলাদা। এ দুটি অঙ্গরাজ্যের ক্ষেত্রে প্রার্থীদের পাওয়া ভোটের সংখ্যানুপাতে ইলেক্টোরাল ভোট ভাগ করা হয়।

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে এবং পশ্চিম উপকূলীয় অঞ্চলে সকাল ৭টা থেকে শুরু হয় ঐতিহাসিক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণ। বিভিন্ন অঙ্গরাজ্য ও ওভারসিজ ভোটারদের আগাম ভোট এবং ১শ ভোটারের কম জনসংখ্যার ৩টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হওয়ার পর মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে সব অঙ্গরাজ্যে এ ভোট অনুষ্ঠিত হয়। এদিন ১০০ আসনবিশিষ্ট সিনেট ও ৪৩৫ আসনবিশিষ্ট হাউজ অব রিপ্রেজেন্টিটিভেরও ভোটগ্রহণ হয়েছে। হাউজ অব রিপ্রেজেন্টিটিভে রিপাবলিকানরা আবারও সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।- ইন্ডিপেন্ডেন্ট।
৯ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে