আন্তর্জাতিক ডেস্ক: এই মুর্হুতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল গ্রহন চলছে। ফলাফলে দেখা যাচ্ছে, ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের চেয়ে অনেক এগিয়ে প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
সর্বশেষ সিএনএনের দেওয়া তথ্য অনুয়ায়ী, ট্রাম্প পেয়েছেন ২৮৮টি ইলেক্টরাল ভোট। অন্যদিকে হিলারি পেয়েছেন ২১৫টি ভোট।
মার্কিন নির্বাচনের এই ফলাফল দেখে রীতিমত অবাক বনে গেছেন বিশ্ব রাজনৈতিক বিশ্লেষকরা। সবাই ভেবেছিল বিতর্কিত ডোনাল ট্রাম্প বিশাল ব্যবধানে হারবে জনপ্রিয় হিলারির কাছে।
কিন্তু বাতাস উল্টো দিকেই বইলো। চীনের সেই বানরের ভবিষ্যত বানীই সঠিক হলো। নির্বাচনের আগে তাকে (ট্রাম্প) বিজয়ী ঘোষণা করেছে চীনের এই জ্যোতিষী বানর।
‘জ্যোতিষরাজ’খ্যাত বানরটির নাম ‘গেতা’। চীনা এই শব্দের অর্থ ‘গিঁট’ বা ‘গেরো’। হিলারি ও ট্রাম্পের বিশাল দুটি ছবির পাশে দুটি কলা রেখে বেছে নিতে বলা হয় বানরটিকে। হলুদ শার্ট পরা গেতা ট্রাম্পের ছবির পাশের কলাটাই শুধু বেছে নেয়নি, তার ছবিতে চুমুও খেয়েছে।
৯ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর