আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচিত হওয়ার পর সবাইকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভাষণের শুরুতে তিনি জানান, তিনি তার প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের কাছ থেকে ফোন পেয়েছেন। হিলারি তাকে অভিনন্দন জানিয়েছেন।
ট্রাম্প জানান,‘ তিনিও হিলারি ও তার পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন নির্বাচনের মতো কঠিন লড়াইয়ে অংশ নেয়ার জন্য।’
প্রেসিডেন্ট নির্বাচনের এ লড়াইকে তিনি দীর্ঘ ও কঠিন হিসেবে আখ্যা দেন। নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। ট্রাম্প আরও বলেন, তিনি সব আমেরিকান নাগরিকের প্রেসিডেন্ট হতে চান।
৯ নভেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর