আন্তর্জাতিক ডেস্ক : জল্পনার অবসান! হাড্ডাহাড্ডি লড়াইও শেষ। অবশেষে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্প। পরাজিত হলেন হিলারি ক্লিন্টন। ট্রাম্পের এই জয়কে স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, ট্রাম্পের এই জয়ের ফলে ভারতও খুশি। আরও বলেন, এর ফলে ভারত ও আমেরিকার মধ্যে সম্পর্কের আরও উন্নতি ঘটবে।
পারস্পরিক সম্পর্কের উন্নতি ঘটিয়ে এবার থেকে দুই দেশ একাধিক ইস্যুতে কাজ করতে পারবে বলে ট্রাম্পের জয়ের পর দাবি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেই সঙ্গে বিশ্ব সন্ত্রাসবাদ মোকাবিলার জন্যও এবার ট্রাম্পের সঙ্গে কথা বলতে চান মোদি। জিনিউজ
৯ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি