বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬, ০৮:৫১:৩৭

ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানী, আসল নাম ইব্রাহিম খান!

ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানী, আসল নাম ইব্রাহিম খান!

আন্তর্জাতিক ডেস্ক : নিন্দুকদের মতে জাত্যাভিমানের সিড়ি চড়েই মার্কিন মসনদে বসেছেন ডোনাল্ড জন ট্রাম্প৷ সদ্য হওয়া মার্কিন প্রেসিডেন্টের পাক বিদ্বেষের কথাও বহু মানুষের জানা৷

কিন্তু যে পাকিস্তানের প্রতি মার্কিন প্রেসিডেন্টের এত বিদ্বেষ, সেই পাকিস্তানই তার জন্মভূমি৷ সম্প্রতি এই চাঞ্চল্যকর দাবি করেছে এক পাক সংবাদ মাধ্যম৷ সোশ্যাল মিডিয়ার কিছু পোস্টের ভিত্তিতে এই দাবি করেছে ওই পাক সংবাদ মাধ্যম৷ যার দাবি, ডোনাল্ড ট্রাম্পের আসল নাম দাউদ ইব্রাহিম খান৷

১৯৪৬ সালের ১৪ই জুন পাকিস্তানের এক প্রদেশে জন্ম হয় তার৷ এক দুর্ঘটনায় তার বাবা-মা মারা যান৷ বিট্রিশ সেনার এক অফিসার তাকে দত্তক নিয়ে লন্ডনে নিয়ে আসেন৷ সেখান থেকেই ট্রাম্প পরিবার ডোনাল্ডকে দত্তক নেন৷

পাক সংবাদমাধ্যমের এই খবরেই চাঞ্চল্য ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ অনেকেই নাকি ডোনাল্ডের ছোটবেলার ছবি ও বার্থ সার্টিফিকেট পোস্ট করেছেন৷ আবার অনেকেই প্রশ্ন তুলেছেন, হঠাৎ ট্রাম্প মার্কিন মসনদে বসার পরই কেন এই খবর সামনে এলো? সংবাদ প্রতিদিন
১০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে