আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে, সীমান্ত নিরাপত্তা, স্বাস্থ্য বিল এবং চাকুরি সৃষ্টিকেই বড় কাজ হিসেবে সামনে আগানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প।
তবে মুসলিমদের প্রবেশধিকার নিয়ে এখনও কোনো স্পষ্ট অবস্থান নিতে নারাজ ট্রাম্প। ক্যাপিটাল হিলে প্রথমদিনের সফর শেষে সাংবাদিকরা তাকে এই প্রশ্ন করলে, এড়িয়ে গিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে চলে যান তিনি।
অবশ্য, রিপাবলিকান দলের শীর্ষ নেতা এবং ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক আরএনসি চেয়ারম্যান র্যান্স পিয়ারেবাস বলছেন, এটা একটা পুরোনো ইস্যু যা কয়েক মাস আগে কোনো এক প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন। এখন নির্বাচিত হওয়ার পর তার যে বক্তব্য সেটাতে স্পষ্ট অবস্থান নিয়েছেন ট্রাম্প যে তিনি সবার প্রেসিডেন্ট হতে চান। এখানে মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার নিয়ে এখন আলোচনাটাই হওয়া উচিত নয় বলে মনে করেন তিনি।
সিএনএন এর সঙ্গে সাক্ষাৎকারে র্যান্স পিয়ারেবাস বলেন, ‘দেখুন আমি জানি তার মনে কি আছে।তার চিন্তার কেন্দ্রে সবার প্রেসিডেন্ট হ্ওয়ার স্বপ্ন আছে। নতুন করে এই বিষয়ে তার অবস্থান পরিষ্কার করাটা অহেতুক ভিন্ন আলোচনার শামিল’।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার ঘোষণার পরদিন থেকেই যুক্তরাষ্ট্রের কয়েকটি স্থানে মুসলিম বিদ্বেষ দেখা যাচ্ছে। এক মুসলিম হিজাবধারী নারীকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। আক্রান্তকারীরা একে হেইট ক্রাইম বলে অভিহিত করেছে।
বৃহস্পতিবার পুলিশ এসব ঘটনার তদন্ত শুরু করেছে। ক্যালিফোর্নিয়ার স্যান জোসে বিশ্ববিদ্যালয়ের একজন মুসলিম ছাত্রী পুলিশকে জানান, বিশ্ববিদ্যালয়ের পার্কিং গ্যারেজ এলাকায় দুর্বৃত্তরা পিছন থেকে তাকে হামলা করে। এক পর্যায়ে তার হিজাব টেনে খুলে ফেলে এক দুর্বৃত্ত। তারপর তাকে জোরে ধাক্কা দেয় মাটি ফেলে দেয়।
অন্য আরেকটি ঘটনায় পুলিশের মুখপাত্র রোনাল্ড ব্রোসার্ড বলেন, সানডিয়াগো স্টেট বিশ্ববিদ্যালয়ে দুই দুর্বৃত্ত এক মুসলিম নারীর সঙ্গে তর্ক শুরু করে দেয়। এক পর্যায়ে ওই নারীকে তারা নাজেহাল করেন। পরে ওই নারীর গাড়ি চুড়ি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। আক্রমণের সময় ওই নারীর পার্সও খোয়া যায় বলে পুলিশ জানায়। এসব ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে স্যান জোস ইউনিভার্সিটি পুলিশ।
১১ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি