শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০৫:৩৫:৫০

সৌদি আরবে হাত কেটে নেয়ার ঘটনার স্বরাজের নিন্দা

সৌদি আরবে হাত কেটে নেয়ার ঘটনার স্বরাজের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ভারতীয় পরিচারিকার হাত কেটে নেওয়ার ঘটনা সম্পর্কে কঠোর মনোভাব গ্রহণ করল ভারত। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ওই ঘটনাকে কোনও ভাবেই বরদাস্ত করা যায় না বলে মন্তব্য করেছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এ ব্যাপারে ভারতের ক্ষোভের  বিষয়টি সৌদি কর্তৃপক্ষও জানানো হয়েছে।

স্বরাজ বলেছেন, 'সৌদি আরবে ওই ভারতীয় মহিলার ওপর যে অত্যাচার করা হয়েছে তাতে আমরা খুবই উদ্বিগ্ন'। এ ব্যাপারে সৌদি আরবের ভারতীয় দূতাবাস ৫৫ বছরের ওই নির্যাতিতা কস্তুরি মুনিরথিনামের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে বলেও জানিয়েছেন স্বরাজ।

টুইটারে বিদেশমন্ত্রী ওই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, রিয়াদে ভারতীয় দূতাবাস সৌদি বিদেশমন্ত্রকের কাছে বিষয়টি উত্থাপন করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর সাজার দাবি জানিয়েছে।এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছে ভারত। অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করারও দাবি জানানো হয়েছে বলে জানিয়েছে বিদেশমন্ত্রকের মুখপাত্র।

কস্তুরি সৌদিতে পরিচারিকার কাজ করতেন। তাঁর পরিবারের অভিযোগ, অত্যাচার সহ্য না করতে পেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন কস্তুরি। সেই কারণেই নিয়োগকারী তাঁর ডান হাত কেটে নেন। কস্তুরি বর্তমানে সৌদিরই একটি হাসপাতালে চিকিত্সাধীন।
০৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে