আন্তর্জাতিক ডেস্ক : দেশের কেন্দ্রীয় কারাগার থেকে প্রায় ছয় হাজার বন্দিকে মুক্তি দেওয়া হবে। কারাগারে বন্দির সংখ্যা অতিরিক্ত পরিমানে বেড়ে গেছে। আর তাই কারাগার থেকে এই চাপ কমাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত তিন দশকে বেশ কিছু অবৈধ ব্যবসায়ী কঠোর শাস্তির কোপে পড়েছিল আর তাদের কিছুটা স্বস্তি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এই সিদ্ধান্তটি নিয়ছেন মার্কিন প্রেসিডেন্ট বারক ওবামা। আমেরিকার কারাগারে বন্দির সংখ্যা বেড়ে যাওয়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
অক্টোবরের ৩০ তারিখ থেকে নভেম্বরের ২ তারিখের মধ্যে কেন্দ্রীয় কারাগারের বন্দিদেরকে মুক্তি দেবে কারা অধিদপ্তর ব্যুরো। এদের মধ্যে দুই তৃতীয়াংশ নিজেদের বাড়ি ফিরে যেতে পারবে। আর বাকি এক তৃতীয়াংশ বিদেশী নাগরিক। তাদেরকে শীঘ্রই নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা যায়।
প্রাথমিক মুক্তিদান প্রক্রিয়ার কাজ শুরু করবে মার্কিন মৃত্যুদণ্ডাদেশ প্রদানকারী কমিশন। গত বছর অবৈধ ব্যবসায়ীদের জন্য সম্ভাব্য শাস্তি এই কমিশনই কমিয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রচেষ্টায় অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত নয় এমন ৮৯ জন কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল।
০৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/