শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ০৯:৪২:৩৫

ট্রাম্পকে যারা ঘৃণা করেন আমি তাদের সঙ্গে রয়েছি:

ট্রাম্পকে যারা ঘৃণা করেন আমি তাদের সঙ্গে রয়েছি:

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচন শেষ হতে না হতেই আমেরিকায় শুরু হয়েছে এবার ট্রাম্প বিরোধী আন্দোলন। আর এই আন্দোলনে সাধারণ মানুষের সঙ্গে বিরোধীতারয় রাজপথে নামলেন পপস্টার লেডি গাগা।
জনপ্রিয় এ সংগীতশিল্পীর প্রতিবাদ নিয়ে আর্ন্তজাতিক গণমাধ্যমগুলো লিখেছে, নিউইয়র্ক সিটির ট্রাম্প টাওয়ারের সামনে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকতে গেছে লেডি গাগাকে। তার প্ল্যাকার্ডে লেখা ছিলো, ট্রাম্প বিদ্বেষীদের জন্য ভালবাসা।
 
অন্যদিকে টুইট বার্তায় তিনি আরো লিখেছেন, আমি একটি মানবতাময় দেশে বসবাস করতে চাই। ট্রাম্প আমাদের মানবতাবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। এখন আমাদের ভালোটা নিজেদেরই দেখতে হবে।
ট্রাম্পকে আমেরিকার জন্য একটি হুমকি হিসেবে অভিহিত করেছেন লেডি গাগা। তার বক্তব্য, নারীবাদ ও রাষ্ট্রীয় নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের মতো একজন লোকে কখনোই বিশ্বাস করা যায় না।

লেডি গাগার সঙ্গে একই আন্দোলনে সামিল হয়েছেন হলিউড অভিনেতা মার্ক রুফালোও।১০ নভেম্বর টুইটারে ট্রাম্প বিরোধী আন্দোলনকে সাধুবাদ জানিয়ে অভিনেতা মার্ক রুফালো বলেন, এভাবেই আমরা ট্রাম্পের বিরুদ্ধে আমাদের অবস্থান জানিয়ে যাবো। ট্রাম্পকে যারা ঘৃণা করেন আমি তাদের সঙ্গেই রয়েছি!-টেলিগ্রাফ।
১২ নভেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে