শনিবার, ১২ নভেম্বর, ২০১৬, ১০:০৪:০৫

এবার মমতা ব্যানার্জীকে নিয়ে বিস্ফোরক কবিতা বিজেপির দিলীপ ঘোষের

এবার মমতা ব্যানার্জীকে নিয়ে বিস্ফোরক কবিতা বিজেপির দিলীপ ঘোষের

আন্তর্জাতিক ডেস্ক : নোট বাতিলের কেন্দ্রীয় সিদ্ধান্তের তীব্র বিরোধিতার পথে হাঁটছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বানার্জী। ইতিমধ্যেই তিনি একটি কবিতা লিখে পোস্ট করেছেন টুইটারে। এ বার সেই কবিতার জবাব দিকে আরেক কবিতা লিখে ফেসবুকে পোস্ট করলেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

মুখ্যমন্ত্রীর কবিতায় সরাসরি বিজেপিকে আক্রমণ করা হয়নি। সেখানে মোদির সিদ্ধান্তের বিরোধিতা রয়েছে, কিন্তু রাজ্য বিজেপি সভাপতি সরাসরি ‘দিদি’ মমতাকে কটাক্ষ করেছেন। বাদ দেননি কংগ্রেস, সিপিএমকে। এমনকি সব রাজনৈতিক দলকে বিভিন্ন জঙ্গি সংগঠনের সঙ্গে এক সারিতে দাঁড় করিয়েছেন দিলীপ বাবু। পশ্চিমবঙ্গ রাজ্যের মানুষ এখন আর নেতাদের লড়াই নয়, দেখছেন যেন কবির লড়াই।

দিলীপ ঘোষ লিখেছেন—

আমার টাকা, তোমার টাকা, দিদির পার্টিতে কালো টাকা।।
সারা দেশে জয় উল্লাস, দিদির বাড়িতে হা হুতাশ।।
ঠাকুর বলেছেন ‘মাটি টাকা, টাকা মাটি’।।
মোদি করলেন ফাটাফাটি।।
কংগ্রেস, সিপিএম নাজেহাল।
দিদির ভাইয়েরা বেসামাল।।
দিদি আমার চটে লাল।।
আমরা সবাই বেজায় খুশি।।
দিদির হাতে নোট নাই,
এবার উপনির্বাচনে ভোট নাই।।
মোদীজির জয় জয়কার,
মাওবাদী-ISI-SIMI-Jamat পগার পার।।

১২ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে