শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০৬:৫২:১০

বিয়েবাড়িতে হামলা, দ্রুত তদন্ত চায় জাতিসংঘ

বিয়েবাড়িতে হামলা, দ্রুত তদন্ত চায় জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনে একটি বিয়ের অনুষ্ঠানে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বোমা হামলায় নিহত হয়েছেন অন্তত ১৩ জন। আহত হয়েছেন ৩৮ জন। বুধবার হুতি বিদ্রোহীদের দখলে থাকা ধামার প্রদেশের সানবান শহরে এ হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন আরব জোট।

হামলার ব্যাপারে তাৎক্ষনিকভাবে কোন মন্তব্য করেনি সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনের রাজধানী সানা থেকে ১০০ কিলোমিটার দূরবর্তী সানবান শহরে বিয়ের সাজে সজ্জিত একটি বাড়িতে এ হামলা চালানো হয়। শহরটি ইয়েমেনে ধামার প্রদেশে অবস্থিত। এ এলাকাটি দেশটির সরকার বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে।

স্থানীয় বাসিন্দা তাহা আল জুবা বলেন, ‘জোটের বিমানগুলো হামলা চালিয়েছে। বাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। হামলার আগে যুদ্ধবিমান আসার শব্দ পাওয়া গিয়েছিল।’

প্রাথমিকভাবে হামলাকারীদের সম্পর্কে নিশ্চিতভাবে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে হামলার জন্য সৌদি আরবের নেতৃত্বাধীন যৌথ বাহিনীকে দায়ী করেছে শিয়াপন্থী হুথি বিদ্রোহী ও প্রত্যক্ষদর্শীরা।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফায় বিয়েরে অনুষ্ঠানে হামলা চালায় জোট বাহিনী। গত মাসে লোহিত সাগর উপকূলে বন্দরনগরী আল-মোখার কাছে বিয়ে বাড়িতে চালানো বিমান হামলায় অন্তত ১৩১ জন নিহত হয়েছিল।

প্রসঙ্গত, চলতি বছরের প্রথম দিকে রাজধানী সানা দখল করে হুতি বিদ্রোহীরা। গত মার্চে এডেন থেকে পালিয়ে সৌদি আরব চলে যান ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দে রাব্বু মনসুর হাদি। গত ২৬ মার্চ থেকে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, গত সাত মাসে ইয়েমেনে সরকারি ও বিরোধী পক্ষের হামলায় নিহত হয়েছেন অন্তত পাঁচ হাজার মানুষ। আহত হয়েছেন ২৫ হাজার। তথ্যসূত্র: আল জাজিরা
০৯ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই/

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে