শুক্রবার, ০৯ অক্টোবর, ২০১৫, ০৭:০৯:৩১

ঘুষ নেয়ায় মন্ত্রিত্ব গেল খাদ্যমন্ত্রীর

 ঘুষ নেয়ায় মন্ত্রিত্ব গেল খাদ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : ঘুষ নেয়ায় মন্ত্রিসভা থেকে অসীম আহমেদ খানকে সরিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।  কেজরির মন্ত্রিসভায় খাদ্য ও পরিবেশ দফতরের মন্ত্রী ছিলেন অসীম।  শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।

শুক্রবার সংবাদ সম্মেলনে তাকে বরখাস্ত করার কথা জানিয়েছেন আমআদমি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

কেজরিওয়াল বলেন, দুর্নীতি কোনোভাবেই আমরা বরদাস্ত করব না।  সে আমার ছেলে হলেও না।  অসীম আহমেদ খানের জায়গায় ওই দুই দফতরের দায়িত্ব দেয়া হয়েছে ইমরান হুসেইনকে।

অসীমের বিরুদ্ধে মূলত অভিযোগ ঘুষ নেয়ার।  কেজরিওয়াল জানান, বিভিন্ন সূত্রে পাওয়া অভিযোগের তথ্য-প্রমাণ আমরা খতিয়ে দেখেছি।  এক বিল্ডারের সঙ্গে খাদ্যমন্ত্রীর কথোপকথনের অডিয়োও শুনেছি।  এরপর প্রয়োজনে আমরা সিবিআইকে দিয়েও তদন্ত করাব।

আপ সুপ্রিমোর কথায়, মানুষ সত্‍ রাজনীতিককে পছন্দ করেন।  সুতরাং মন্ত্রিসভায় এমন দুর্নীতিগ্রস্ত কোনো মন্ত্রীকে আমরা রাখব না।

গত ফেব্রুয়ারিতে আপ ক্ষমতায় আসার পর দ্বিতীয়বার কোনো বড় পরিবর্তন।  এর আগে ভুয়া ডিগ্রির অভিযোগে জুনে পদত্যাগ করেন আইনমন্ত্রী জিতেন্দার তোমার।
৯ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে