আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তাড়িয়ে দিয়েছে। অভিযোগ, পরিচয়পত্রের তথ্যে জালিয়াতি করেছেন তিনি। ফিরে গিয়েছেন দেশ-আফগানিস্তানে। সেই বিখ্যাত ‘আফগান মোনালিসা’ ভারতে নিখরচায় চিকিৎসা করাবেন। বেঙ্গালুরুতে একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা হবে। হেফাটাইটিস সি-তে আক্রান্ত তিনি। শরবত গুলা ওরফে আফগান গার্লকে চিকিৎসার সুযোগ দেওয়ায় ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন নয়াদিল্লির আফগান রাষ্ট্রদূত সাহিদা মহম্মদ আবদালি। তিনি জানান, আফগান গার্লের দ্রুত ভিসার ব্যবস্থা করা হচ্ছে।
শরবত গুলা। এই নামটি তেমন পরিচিত নয়৷ তার থেকে বেশি পরিচিত আফগান মোনালিসা বা আফগান গার্ল নাম৷ সম্প্রতি পেশোয়ারে তাঁকে গ্রেফতার করা হয়৷ নানা টালবাহানার পরে আফগান-পাকিস্তান দ্বৈত নাগরিকত্ব ভোগ করা শরবত গুলাকে ফের আফগানিস্তানেই পাঠানো হয়েছে।
পাকিস্তানে শরণার্থী হিসেবে থাকলেও আন্তর্জাতিক পরিচিতির কারণে বিশেষ নাগরিকত্ব ভোগ করছিলেন শরবত গুলা৷ এই আফগান শরণার্থী ১৯৮৪ সালে দেশে ছেড়ে পাকিস্তানে চলে এসেছিলেন৷ সেখানেই ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের চিত্রগ্রাহক Steve McCurry ধুসর চোখের এক আফগান মহিলার ছবি তেলেন।
১৯৮৫ সালে সেই ছবি ন্যাশনাল জিওগ্রাফিক তাদের প্রচ্ছদে প্রকাশ করে৷ অনামি সরবত গুলা বিশ্বজুড়ে হয় আফগান গার্ল বা আফগান মোনালিসা হিসেবে পরিচিতি পান। -কলকাতা২৪।
১৪ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম