সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬, ০৮:১২:২৮

‘যুদ্ধ তো সবে শুরু’, হুমকি পেলেন ডোনাল্ড ট্রাম্প

‘যুদ্ধ তো সবে শুরু’, হুমকি পেলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনে তো জয় এসেছে। কিন্তু, তারপর থেকেই সময়টা আপাতত ভালো নয় ডোনাল্ড জে ট্রাম্পের জন্য। তাঁকে প্রেসিডেন্ট না মানতে চেয়ে ইতিমধ্যেই মার্কিন রাস্তায় বিক্ষোভ শুরু হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, ট্রাম্পের ইমপিচমেন্ট চাইছেন তাঁরই দলের একাংশ। এমনকী তাঁর জন্যই বিশ্বযুদ্ধ শুরু হবে বলে ২০ বছর আগে করে যাওয়া বুলগেরিয়ার গণৎকারের ভবিষ্যৎবাণীও ভাইরাল হয়ে গেছে।

এরমধ্যেই এবার পরবর্তী মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি হুঁশিয়ারি দিল জঙ্গি গোষ্ঠী বোকো হারাম। রবিবার এক অডিও মেসেজে মার্কিন প্রেসিডেন্ট ইলেক্টেড ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন নাগরিকদের উদ্দেশে যুদ্ধের হুমকি দেয় বোকো হারাম গোষ্ঠীর শীর্ষ নেতা আবুবকর শিকাও। এক ঘণ্টার অডিও মেসেজে বিশ্বের প্রতি জঙ্গি নেতার স্পষ্ট হুমকি, ‘ডোনাল্ড ট্রাম্প কিংবা ইরাক, সিরিয়া বা আফগানিস্তানে যৌথ বাহিনীর আক্রমণ নিয়ে বেশি মাতামাতি করো না।’ এরপরই নয়া মার্কিন প্রেসিডেন্টের উদ্দেশে তার স্পষ্ট হুমকি, ‘যুদ্ধ তো এবার শুরু হল।’

সম্প্রতি নাইজেরিয়া ও চাদে বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে জোর লড়াই শুরু হয়েছে। সেনার সঙ্গে যুদ্ধে শিকাও-এর মৃত্যু হয়েছিল বলে খবর প্রচারিত হয়। এমনকী, নাইজেরিয়া সফরে গিয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব জন কেরিও বোকো হারাম-এর দুর্বল হয়ে যাওয়ার কথা স্বীকার করেন। কিন্তু, এবার অডিও বার্তায় শিকাও জানায়, ‘আমরা দুর্বল হইনি। আমাদের বিশ্বাস ও ক্ষমতা আগের মতোই রয়েছে।’-এই সময়
১৪ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে