আন্তর্জাতিক ডেস্ক : আর পাঁচজনের মতই ব্যাংক গিয়ে নোট বদল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন। নতুন ২০০০ টাকার নোট এসেছে তাঁর হাতে।
মঙ্গলবার সকালে, গান্ধীনগরে ব্যাংকে যান তিনি। বাতিল হয়ে যাওয়া ৫০০ টাকার নোট দিয়ে তার বদলে পান ২০০০ টাকার নতুন নোট। হুইলচেয়ারেই ব্যাংকে যান তিনি। এরপর হেঁটে ঢোকেন ব্যাংকের ভিতরে। তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন মহিলা। তিনি লাইনে দাঁড়িয়ে তবেই ব্যাংকে ঢোকেন বলে জানা গিয়েছে।
গত ৮ নভেম্বরের ঘোষণার পর তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। ব্যাংক আর এটিএমে লম্বা লাইন। দিন কয়েক আগে লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিতে দেখা যায় রাহুল গান্ধীকেও। ৫০ দিনের মধ্যে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানাচ্ছেন মোদি।
১৫ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম