আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে ফের শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছে আমেরিকা এবং তার মিত্র দেশগুলি। শুধু সতর্ক হওয়াই নয়, রীতিমত সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া হচ্ছে আমেরিকা সহ তার মিত্রদেশগুলির তরফে। উপগ্রহ থেকে তোলা ছবিতে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রের উৎক্ষেপণের জন্যে তোড়জোড় চালানোর ছবি ধরা পড়েছে। আর সেই ছবি ধরা পড়তেই এই সতর্কতামূলক অবস্থা জারি করা হয়েছে।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার চিফস অব স্টাফ বলেছেন, তার বাহিনী উত্তর কোরিয়ার পানকি-রি পরমাণু পরীক্ষা কেন্দ্রসহ সম্ভাব্য অন্যান্য ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রের তৎপরতার ওপর গভীর নজর রাখছে। উত্তর কোরিয়ার উত্তেজনা সৃষ্টিকারী তৎপরতা দেখা দিলে তার জবাব দেওয়ার জন্য দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
এই দিকে, জাপানের প্রতিরক্ষামন্ত্রী তোমোমি ইনাদা সম্প্রতি বলেছেন, উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া পিয়ংইয়ং পরমাণু পরীক্ষা চালানো এবং পরমাণু বোমার আকার ছোট করে নিয়ে আসার বিষয়ে অব্যাহত উৎসাহ দেখাচ্ছে বলেও জানান তিনি।
উত্তর কোরিয়া সাধারণভাবে দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ দিবসে অস্ত্র পরীক্ষা করে। ব্যাপক হারে দৃষ্টি আকর্ষণের জন্য এমনটি করে থাকেন কিম জঙ উন। -কলকাতা২৪।
১৫ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম