বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬, ০৯:৫৯:৪০

টাকার খোঁজে সবাই এখন কলম্বাস, হাতিয়ার সেই গুগ‌ল!

টাকার খোঁজে সবাই এখন কলম্বাস, হাতিয়ার সেই গুগ‌ল!

আন্তর্জাতিক ডেস্ক : কলম্বাসের আমেরিকা আবিষ্কারের উদ্যম হার মানতে পারে ভারতের সাধারণ মানুষের টাকাভর্তি এটিএম খোঁজার উদ্যমের কাছে! এমনই রসিকতা চালু হয়েছে দেশটির কোনও কোনও মহলে।

শহরের অলিগলিতে কোথায় এটিএম রয়েছে, তা জানার জন্য ‘কলম্বাস’দের সহায়—গুগ্‌ল!
তথ্যপ্রযুক্তি মহলের একাংশের বক্তব্য, গত ৮ নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে মঙ্গলবার পর্যন্ত এটিএম কোথায় রয়েছে, ব্যাঙ্ক থেকে সর্বোচ্চ কত টাকা একবারে তোলা যাবে, এমন সব প্রশ্নের উত্তর পেতে নোট-কাতর জনতা মাধ্যম করেছে গুগ‌্লকে।

তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ কল্যাণ কর বলেন, ‘‘তাৎক্ষণিকভাবে কোনও তথ্য পেতে এখন সকলেই গুগ্‌লের সাহায্য নেন। তবে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, এটিএম কোথায় রয়েছে, তা জানতে গুগলেই ভরসা রাখছেন অনেকে। দেখা হচ্ছে গুগল ম্যাপ।’’ যখনই কোনও এটিএমে গিয়ে টাকা পাওয়া যাচ্ছে না, নেটিজেনদের একাংশ স্মার্টফোনে খোঁজ করছেন পরবর্তী এটিএমের ঠিকানার। তা দেখে সেখানেই ছুটেছেন তাঁরা। কোন এটিএমে টাকা রয়েছে, কোথায় টাকা নেই, তা জানানোর জন্য অ্যাপ-ও এসেছে বাজারে।

শুধু এটিএমের খোঁজই নয়, গুগ্‌লে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমানভাবে পাল্লা দিচ্ছে বাজারে আসা নতুন ২০০০ টাকার নোট। পরিসংখ্যান বলছে, গত ৮ তারিখে আমেরিকার নির্বাচন সংক্রান্ত তথ্য নিয়ে গুগ‌্‌লে প্রায় ২০ লক্ষ লোক জানতে চেয়েছিলেন। প্রায় ওই একই সংখ্যক সেদিন গুগ‌্‌লে খোঁজ করেছিলেন, নতুন ২০০০ টাকার নোট কেমন দেখতে হবে!

সোমবার যখন টাকা তোলার ঊর্ধ্বসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার, সেই তথ্য জানতে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল গুগ‌্‌লে। সার্চ ইঞ্জিন সংক্রান্ত তথ্য বিশ্লেষক সংস্থা ‘ইএসপি স্ট্যাটসে’র অন্যতম কর্ণধার কল্পদীপ বসু বলেন, ‘‘নতুন কী নোট বাজারে আসছে, তা দেখতে কেমন হবে, ইন্টারনেটে সাধারণ মানুষ সে সব তথ্য জানতে চাইছেন। প্রযুক্তির সঙ্গে আমাদের জীবন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে। নোটচাহিদার ঘটনা তা আরও একবার বোঝাল!’’ -এবেলা।
১৬ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে