বুধবার, ১৬ নভেম্বর, ২০১৬, ১০:৫১:৩৬

ভোটের পর মার্কিন ইতিহাসে অপরাধ নথিভুক্তির রেকর্ড

ভোটের পর মার্কিন ইতিহাসে অপরাধ নথিভুক্তির রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে এক সপ্তাহে সংখ্যালঘু সম্প্রদায়কে অবমাননা এবং হুমকিসহ ৪৩৭টি ঘৃণাজনিত অপরাধের অভিযোগ নথিভুক্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংখ্যালঘু অধিকার পর্যবেক্ষক প্রতিষ্ঠান দ্য সাউদার্ন পভার্টি ল’ সেন্টার (এসপিএলসি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে জানিয়েছে, দেশব্যাপী সংখ্যালঘু নির্যাতনের এই প্রমাণ ‘অকল্পনীয় কিন্তু কল্পনাপ্রসূত নয়’।

এসপিএলসি-র মুখপাত্র মার্ক পোটক আরও দাবি করেছে, এসব হামলার বেশিরভাগই প্রেসিডেন্ট নির্বাচিত ট্রাম্প-সমর্থকরা চালিয়েছেন। এসপিএলসি ঘৃণাজনিত হামলার ঘটনা পর্যবেক্ষণের জন্য একটি অনলাইন ফরম প্রস্তুত করেছে বলেও তিনি জানান। পোটক বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচুর ঘৃণাজনিত হামলার ঘটনা সামনে এসেছে।  

সোমবার যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) প্রকাশিত পরিসংখ্যনে দেখা যায়, যুক্তরাষ্ট্রে ২০১৫ সালে মুসলিমদের বিরুদ্ধে সংঘটিত ঘৃণাজনিত অপরাধের পরিমাণ বেড়েছে ৬৭ শতাংশ। ২০১৪ সালে যেখানে এমন ১৫৪টি ঘটনা ঘটে, ২০১৫ সালে ঘটে ২৫৭টি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর গতবছরই সবচেয়ে বেশি ঘৃণাজনিত অপরাধ সংঘটিত হয়।

২০১৫ সালে প্যারিস এবং সান বার্নার্ডিনো ও ক্যালিফোর্নিয়াসহ বেশ কিছু সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এসব হামলার ঘটনা সামনে রেখে মার্কিন নির্বাচনে রিপাবিলাকন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সকল মুসলিমের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাব দেন।

ট্রাম্প তার পুরো নির্বাচনি প্রচারণায় মুসলিম-বিদ্বেষী, অভিবাসী বিরোধী, বর্ণবাদী, পুরুষতান্ত্রিক অবস্থানকে সামনে তুলে ধরেন। সমালোচকরা বলছেন, ট্রাম্পের এমন বিতর্কিত প্রস্তাব মুসলিম ও সংখ্যালঘুবিরোধী অনুভুতিকে উসকে দিয়েছে। এর ফলে দেশব্যাপী বর্ণ ও ধর্মের ভিত্তিতে হামলার অসংখ্য ঘটনা ঘটেছে। -বিবিসি।
১৬ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে