শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬, ০৮:২৫:২৮

ভারতীয় সাবমেরিন রুখে দিল পাক নৌবাহিনী

ভারতীয় সাবমেরিন রুখে দিল পাক নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পানিসীমায় ভারতীয় সাবমেরিন প্রবেশের চেষ্টা রুখে দিয়েছে পাক নৌবাহিনী। শুক্রবার এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘ভারতীয় সাবমেরিন শনাক্ত করে তা পাকিস্তানি পানিসীমায় প্রবেশে বাধা দিয়ে পাক নৌবাহিনী আবারও তাদের নজরদারি ও কর্মদক্ষতার প্রমাণ রাখল।’

বিবৃতিতে পাক নৌবাহিনী আরো বলেছে, ‘১৬ নভেম্বর পাকিস্তানের দক্ষিণ উপকূলে সন্দেহজনক সাবমেরিনটিকে শনাক্ত করা হয়। শনাক্তকরণ থেকে বাঁচতে সাবমেরিনটি আপ্রাণ চেষ্টা চালায়। তবে তা সত্ত্বেও পাকিস্তানি নৌবহর তা ক্রমাগত অনুসরণ করতে থাকে এবং আমাদের পানিসীমা থেকে বের করে দেয়।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘গভীর সমুদ্রে ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন শনাক্তকরণে শক্তিশালী লড়াই ও অব্যাহত নজরদারি কেবল পাক নৌবাহিনীর সাবমেরিন বিরোধী উচ্চ পর্যায়ের সক্ষমতার কথাই বলে না বরং সমুদ্রসীমা রক্ষায় এর অঙ্গীকারকেও প্রতিফলিত করে।’

বিবৃতিতে জানানো হয়, ‘সমুদ্রসীমা রক্ষায় পাকিস্তান নৌবাহিনীর উঁচু পর্যায়ের প্রস্তুতি ও সতর্কতা অব্যাহত রয়েছে।’

১৯ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে