আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে মোতায়েন এক মার্কিন সেনাকে উচিত শিক্ষা দিয়েছে একটি উট। গৃহপলিত পশুটিকে ধরতে গিয়ে নিজের নিতম্বে উটটির লাথি খেয়েছেন ওই মার্কিন সেনা।
ঘটনাটি ভিডিও করেছে ওই সেনার সহকর্মীরা। ২০১০ সালে ধারণ করা এ ভিডিও’তে দেখা যাচ্ছে, দৃশ্যত ফ্রাঙ্ক নামের ওই সেনা প্রথমে ঘাস চিবাতে থাকা উটটির কাছে যান। তার সহকর্মীরা উটটি স্পর্শ করার জন্য ফ্রাঙ্ককে চাপ দিতে থাকে এবং এজন্য তারা বাজি ধরেন।
প্রথমে ওই মার্কিন সেনা প্রস্তাবটি প্রত্যাখ্যান করে বলেন, তাকে স্পর্শ করবো? তাহলে তো ও আমাকে গুঁতা দেবে!
কিন্তু এরপর একপর্যায়ে ফ্রাঙ্ক উটটিকে থাপ্পড় মারতে যায়। দৃশ্যত উটটি ফ্রাঙ্কের কথা বুঝতে পারে এবং মার্কিন সেনা তার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পশ্চাদ্বেশে সজোরে লাথি মারে। এ সময় মার্কিন সেনা ককিয়ে ওঠে এবং ব্যাথায় নিতম্বে হাত রেখে দৌড়ে পালিয়ে যায়।
এ অবস্থা দেখে ফ্রাঙ্কের সহকর্মীরা অট্টহাসিতে ফেটে পড়ে। এ সময় ফ্রাঙ্ক বলে ওঠে, কাজটি করতে বলে তোমরা ঠিক করোনি। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ ভিডিওটি ‘কারমা’ নামে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সূত্র : রেডিও তেহরান
১১ সেপ্টেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম