 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ইসলাম প্রচারক ড. জাকির নায়েকের বিরুদ্ধে থানায় এফআইআর দাখিল করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। শুক্রবার রাতে তা দাখিল করা হয়।
ভারতীয় দণ্ডবিধির ১০, ১৩, ১৮ এবং ১৫৩এ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
এদিকে শনিবার সকাল থেকে ডা. জাকির নায়েরের ইসলামির রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ১০টি অফিসে অভিযান চালিয়েছে পুলিশ।
বাংলাদেশে গুলশন হামলার জঙ্গিরাও জাকির নায়েকের মন্তব্যে অনুপ্রাণিত হয়েছিল বলে গণমাধ্যমে খবর আছে।
ডা. জাকির নায়েকের বিরুদ্ধে অনৈতিক কাজ, উস্কানিমূলক মন্তব্যে ভারতে বিভিন্ন ধর্মের মধ্যে ঘৃণামূলক বিদ্বেষ উস্কে দেয়ার অভিযোগ রয়েছে। তবে এই অভিযোগকে অনেকেই হাস্যকর ও ষড়যন্ত্রমূলক বলে আখ্যায়িত করেছেন। -দ্যা হিন্দু।
২০ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস