রবিবার, ২০ নভেম্বর, ২০১৬, ১১:১৬:০৯

ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলের কাছে ভারতীয় একটি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃসংযোগ পরিদফতর (আইএসপিআর) শাখার প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসীম বাজওয়া এক টুইটে এই দাবি করেছেন।

শনিবার স্থানীয় সময় বিকালে রাখচাকরি সেক্টরের আগাহি পোস্টে 'ভারতীয় কোয়াডকপ্টারকে' গুলি করে ভূপাতিত করা হয়।

অসীম বাউজা বলেছেন, ভারতীয় কোয়াডকপ্টারটি পাকিস্তানের আকাশসীমা লংঘন করে প্রায় ৬০ মিটার ভেতরে চলে এলে সেটিকে পাকিস্তানি সৈন্যরা টার্গেট করে।

আগাহি পোস্টের কাছে ড্রোনটি ভূপাতিত হওয়ার পর পাকিস্তানি সৈন্যরা সেটিকে কুড়িয়ে নেয় বলেও জানিয়েছেন অসীম বাজওয়া।

তবে পাকিস্তানি সৈন্যদের হাতে ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এরআগে গত শুক্রবার পাকিস্তান তাদের সমুদ্র অঞ্চলে একটি ভারতীয় সাবমেরিন আসলে সেটি তাড়িয়ে দেয়ার দাবি করে। যদিও পাক নৌবাহিনীর সে দাবি নাকচ করে ভারত।

এই প্রথম পাকিস্তান ভারতীয় গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল এমন নয়। গতবছরের জুলাইয়ে জম্মু ও কাশ্মীর সীমান্তের ভিমবারে পাকিস্তানি সীমান্ত লংঘন করায় একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছিল।

এছাড়া ২০০২ সালে পাকিস্তান বিমান বাহিনী কাশুরের নিকটে ইসরাইলের পরিচালিত একটি ভারতীয় গোয়েন্দা ড্রোনকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছিল। মূলত এসব ড্রোন পাকিস্তান সীমান্তের সামরিক স্থাপনার গোপন ছবি তুলে থাকে। -দ্য ডন।
২০ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে