সোমবার, ০৫ জানুয়ারী, ২০২৬, ০৫:১৬:৩১

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ, যা বলছে ভারতীয় গণমাধ্যম

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ, যা বলছে ভারতীয় গণমাধ্যম

স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘোষণায় তোলপাড় চলছে ক্রিকেটপাড়ায়। আজ সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশের পর সরব হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। স্বভাবতই ফলাও করে প্রকাশ করছে সংবাদটি। পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে— ‘বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার! ‘জনস্বার্থে’ অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত ইউনূস সরকারের।’ সংবাদ প্রতিদিন দিয়েছে— ‘মুস্তাফিজুরের বদলা! বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার, এবার কূটনীতির বাইশ গজে ঢাকা-দিল্লি লড়াই।’

নিউজ ১৮ বাংলার শিরোনাম— ‘এবার বাংলাদেশে ব্যান আইপিএল! সম্প্রচারে জারি নিষেধাজ্ঞা, চরমে উঠল মুস্তাফিজ বিতর্ক।’ এবিপি আনন্দের খবর, ‘মুস্তাফিজুরকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ সরকার, সাফ বলে দেওয়া হল...’ হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘বাংলাদেশি মুস্তাফিজ আইপিএল থেকে বাদ যাওয়ার ২ দিন পরই বড় নির্দেশ ইউনুসের সরকারের।’

তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়ার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ। আইসিসিকে এই বিষয়ে চিঠি দিয়েছে বিসিবি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে