আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের বক্তব্যকে মিথ্যা বললো মায়ানমার। নিজ দেশে সংঘর্ষের জেরে মায়ানমারের রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশের অনুপ্রবেশের চেষ্টা করছে বলে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি) যে তথ্য দিয়েছে তা সত্য নয় বলে দাবি করেছে মিয়ানমার।
মায়ানমারের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদপত্রে এ দাবি করা হয়েছে। খবর রয়টার্সের। তবে গত ১৯ নভেম্বর বিবিসির খবর ছিল, প্রাণ ভয়ে ভীত শতাধিক রোহিঙ্গা নারী-শিশুকে ‘পুশব্যাক’ করেছে বাংলাদেশ।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত্ব গ্লোবাল নিউ লাইট দাবি করেছে, সদ্য গঠিত একটি টাস্কফোর্স খবরের সত্যতা পায়নি।
১৯ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর