 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবছরও শুরু হয়েছে সবলা মেলা। রাজ্যের মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলের মাঠে এই মেলায় যেন ভাটার টান। গত বছরের সাফল্যের কথা মাথায় রেখে এবার মেলাটি বড় করে আয়োজন করা হয়৷ কিন্তু শুরুর মুখেই নোট বাতিলের কোপে মেলায় হাহাকার।
প্রতিদিন বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দোকান খুলে বসলেও দেখা নেই ক্রেতাদের৷ উদ্বোধন হয়েছে গত ১৭ নভেম্বর৷ চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। জেলার বিভিন্ন প্রান্ত থেকে স্বসহায়ক দল ও অন্যান্য মিলিয়ে এবার মোট ৪৩টি স্টল রয়েছে। যেখানে পটচিত্র, হাতের কাজ, পাথরের কাজ-সহ মুক্তিধারা প্রকল্পের স্বসহায়ক দলের পসরাও রয়েছে।
গতবছর এই মেলাতে ছিল ৩৫টি স্টল। সেবার বিক্রি হয়েছিল প্রায় ৪ লক্ষ টাকার সামগ্রী৷ সেবার ভালো ফল হওয়ায় এ বার আরও বড় করে মেলা সাজিয়েছিলেন প্রশাসনিক কর্তারা৷ কিন্তু শুরুতেই ধাক্কা দিয়েছে নোট বাতিল সমস্যা। -এবেলা।
২০ নভেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস