রবিবার, ২০ নভেম্বর, ২০১৬, ০৬:২৯:৪১

স্বার্থের সংঘাত বিতর্কে জড়ালেন ট্রাম্প

স্বার্থের সংঘাত বিতর্কে জড়ালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ওভাল অফিসে ঢোকার আগেই স্বার্থের সংঘাত বিতর্কে জড়ালেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাইসে ট্রাম্পের বসববাসের জন্য তোরজোড় শুরু হয়েছে। এরমধ্যেই খবর প্রকাশিত হয়েছে, মুম্বাইতে ট্রাম্প ব্রান্ডের অধীনে একটি আবাসন প্রকল্পের তিন ব্যবাসায়ীর সঙ্গে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে বৈঠক করেন ট্রাম্প।

বিতর্কটা এখানেই। মার্কিন প্রেসিডেন্ট হলে ব্যবসার সঙ্গে সম্পর্ক চোকাতে হবে ট্রাম্পকে। অথচ অতুল ছোরদিয়া, সাগর ছোরদিয়া এবং কল্পেশ মেহতার সঙ্গে ট্রাম্প নাকি মুম্বাই–এর আবাসন প্রকল্প নিয়েই কথা বলিছেলন।

এরপরই ট্রাম্প অর্গানাইজেশনের মুখপাত্র ব্রেনান বাটলার জানান, এটা নেহাৎই সৌজনের সাক্ষাত। ভারত থেকে তিন ব্যবসায়ী ট্রাম্পের সঙ্গে দেখা করে তাকে অভিনন্দন জানান। আর এই বৈঠকই জানাচ্ছে প্রেসিডেন্ট হয়েও ট্রাম্প হয়ত ব্যবসা থেকে নিজেকে সরিয়া রাখতে পারবেন না। এরকমই বারবার স্বার্থের সংঘা বিতর্ক বাধাবেন। আজকাল

২০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে