আন্তর্জাতিক ডেস্ক : চীন এবং রাশিয়াকে নিয়ে একটি 'ইউরেশিয়ান' জোট গঠনের উদ্যোগে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। ইতিমধ্যে তার এই ভাবনা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন এরদোগান।
তিনি বলেছেন, ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়ার চিন্তার মধ্যে আটকে থাকা তুরস্কের উচিত নয়। তারা বরং রাশিয়া ও চীনকে নিয়ে একটি একটি শক্তিশালী 'ইউরেশিয়ান' গ্রুপ গঠন করতে পারে।
রাশিয়া ছাড়াও কাজাখিস্তানের প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভের সঙ্গেও এরদোগান এ বিষয়ে আলোচনা করেছেন। রাশিয়া এবং কাজাখিস্তান সাংহাই প্যাক্ট নামে একটি জোটের সদস্য। এটি একটি শিথিল নিরাপত্তা ও অর্থনৈতিক জোট। এর অন্য সদস্যরা হচ্ছে- চীন, কিরগিজস্তান এবং তাজিকিস্তান।
গত প্রায় এক দশক ধরে তুরস্কের আশা ছিল ইউরোপিয়ান ইউনিয়নের অন্তভূক্ত হওয়ার। কিন্তু এ বছর জুলাই মাসে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের বিরুদ্ধে এক ব্যর্থ অভ্যুত্থানের পর সেই আলোচনা নিবে যায়। এরপর থেকে পশ্চিমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেন এরদোগান। বর্তশানে রাশিয়ার সাথে তুরস্কের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে।
২০ নভেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি